জাতীয় পতাকা বিতর্কে ক্ষমা চাইলেন অক্ষয় কুমার

মুম্বাই, ২৪ জুলাই (হি.স.) : জাতীয় পতাকা বিতর্কে সোশ্যাল নেটওয়ার্কিং সাইটেই প্রকাশ্যে ক্ষমা চাইলেন বলিউড খিলাড়ি অক্ষয় কুমার| মহিলাদের ক্রিকেট বিশ্বকাপ ফাইনাল দেখতে রবিবার লন্ডনের স্টেডিয়ামে হাজির হন অক্ষয় কুমার | ভারতের মহিলা ক্রিকেটারদের উদ্বুদ্ধ করতে অক্ষয় কুমার তিরঙ্গা হাতে নিয়ে দাঁড়িয়ে পড়েন|  মিতালি, ঝুলনরা যাতে আর ভালভাবে খেলতে পারেন, তার জন্য জাতীয় পতাকা হাতে নিয়েই তাঁদের উদ্বুদ্ধ করতে শুরু করেন অক্ষয় |

অভিযোগ, অক্ষয় কুমার যেভাবে জাতীয় পতাকা হাতে নিয়ে গ্যালারি থেকে মিতালিদের উত্সাহ যোগাচ্ছিলেন, তাতে নিয়ম ভঙ্গ হয়েছে  | অর্থাত, জাতীয় পতাকা অবমাননা করেছেন জাতীয় পুরস্কারপ্রাপ্ত অভিনেতা | আর ওই অভিযোগ প্রকাশ্যে আসার পর পরই টু্যইটটি ডিলিট করে দেন অক্ষয় | পাশাপাশি জাতীয় পতাকা অবমাননার জন্য ক্ষমাও চেয়ে নেন তিনি  | পাশাপাশি জাতীয় পতাকার ছবি পোস্ট করেও অক্ষয় অন্যায় করেছেন বলে অভিযোগ | এরপর ফের টু্যইট করেন অক্ষয় কুমার বলেন, ওই ঘটনার জন্য তিনি দুঃখিত |  কারও ভাবনায় আঘাত করার জন্য, তিনি কিছু করেননি | ওই টু্যইটটি ডিলিট করে দিয়েছেন বলেও সেখানে জানান আক্ষয়|

Leave a comment